3:40 pm, Wednesday, 17 September 2025

প্রথম চালানে ভারতে গেল ৩৭ মেট্রিক টন ইলিশ

প্রথম চালানে ভারতে গেল ৩৭ মেট্রিক টন ইলিশ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারতে পাঠানো হয়েছে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ মাছ। সাতটি ট্রাকে করে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছায়।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন জানান, প্রথম দিন রপ্তানিকৃত ইলিশ পাঠিয়েছে বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান—সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

ভারতের পক্ষে এই চালান গ্রহণ করেছে কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

চলতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতের বাজারে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমতি পাওয়া ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন, ২টি প্রতিষ্ঠান ২০ টন এবং একটি প্রতিষ্ঠান ৫০ টন ইলিশ রপ্তানি করতে পারবে।

বিশেষ এ উৎসব উপলক্ষে প্রতিবছরই সীমিত পরিমাণে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে সরকার। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে দেশীয় বাজারে প্রভাব যেন না পড়ে, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘জামায়াত যেভাবে শত্রুদের অ্যাটাক করে, অন্য কোনো পার্টি করে না’

প্রথম চালানে ভারতে গেল ৩৭ মেট্রিক টন ইলিশ

Update Time : 11:07:49 am, Wednesday, 17 September 2025

দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারতে পাঠানো হয়েছে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ মাছ। সাতটি ট্রাকে করে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছায়।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন জানান, প্রথম দিন রপ্তানিকৃত ইলিশ পাঠিয়েছে বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান—সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

ভারতের পক্ষে এই চালান গ্রহণ করেছে কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

চলতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতের বাজারে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমতি পাওয়া ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন, ২টি প্রতিষ্ঠান ২০ টন এবং একটি প্রতিষ্ঠান ৫০ টন ইলিশ রপ্তানি করতে পারবে।

বিশেষ এ উৎসব উপলক্ষে প্রতিবছরই সীমিত পরিমাণে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে সরকার। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে দেশীয় বাজারে প্রভাব যেন না পড়ে, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।