2:06 pm, Tuesday, 16 September 2025

সাবেক এক মেয়রসহ আওয়ামী লীগের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার

সাবেক এক মেয়রসহ আওয়ামী লীগের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে গফরগাঁও পৌরসভার একজন সাবেক মেয়রও রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তালেবুর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনের কিছু নেতাকর্মী গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

সাবেক এক মেয়রসহ আওয়ামী লীগের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার

Update Time : 12:26:57 pm, Tuesday, 16 September 2025

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে গফরগাঁও পৌরসভার একজন সাবেক মেয়রও রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তালেবুর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনের কিছু নেতাকর্মী গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।