ক্যানসার চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন নূরজাহান বেগম। উন্নত চিকিৎসার জন্য তিনি নিয়মিতই সিঙ্গাপুর যান। এবারের সফরও সেই চিকিৎসার ধারাবাহিক অংশ হিসেবে।