গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রাশেদ খান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল হক নুর হাসপাতালে থেকে ছাড়পত্র নেন। বর্তমানে তিনি মিডিয়ার সামনে কথা বলবেন না।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বিকেল পৌনে ৫টার দিকে ছাড়পত্র নিয়ে বের হন নুর। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের শারীরিক অবস্থা উন্নত হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুর। এরপর থেকে তিনি ঢামেকের আইসিইউ এবং পরে কেবিনে ভর্তি ছিলেন। আহত হওয়ার দিনই তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়।