9:36 pm, Monday, 15 September 2025

তুরস্কজুড়ে এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর তানদোগান স্কয়ারে আয়োজিত এই সমাবেশে লাখো মানুষ যোগ দেন। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এই আন্দোলনের নেতৃত্ব দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সমাবেশে অংশ নেওয়া মানুষজন জাতীয় পতাকা ও দলীয় ব্যানার হাতে নিয়ে এরদোয়ানের পদত্যাগ দাবি করেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা আঙ্কারা।

সম্প্রতি সিএইচপি’র বেশ কয়েকজন মেয়র এবং শতাধিক পৌর কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলু, যিনি এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও পরিচিত। সিএইচপি দাবি করেছে, এসব মামলার উদ্দেশ্য রাজনৈতিকভাবে বিরোধীদের দমন করা।

সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেন, “এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ।” তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। সরকারি পক্ষের দাবি, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং আইন অনুযায়ী সব কিছুই চলছে।

এদিকে, ২০২৩ সালের একটি আলোচিত মামলার রায় বাতিলের সিদ্ধান্ত কংগ্রেসে আপাতত স্থগিত রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রায় বাতিল হলে সিএইচপি’র নেতৃত্বে পরিবর্তন হতে পারে, যা দলটির অভ্যন্তরীণ টানাপোড়েন বাড়াতে পারে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

তুরস্কজুড়ে এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ

Update Time : 08:03:32 pm, Monday, 15 September 2025

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর তানদোগান স্কয়ারে আয়োজিত এই সমাবেশে লাখো মানুষ যোগ দেন। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এই আন্দোলনের নেতৃত্ব দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সমাবেশে অংশ নেওয়া মানুষজন জাতীয় পতাকা ও দলীয় ব্যানার হাতে নিয়ে এরদোয়ানের পদত্যাগ দাবি করেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা আঙ্কারা।

সম্প্রতি সিএইচপি’র বেশ কয়েকজন মেয়র এবং শতাধিক পৌর কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলু, যিনি এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও পরিচিত। সিএইচপি দাবি করেছে, এসব মামলার উদ্দেশ্য রাজনৈতিকভাবে বিরোধীদের দমন করা।

সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেন, “এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ।” তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। সরকারি পক্ষের দাবি, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং আইন অনুযায়ী সব কিছুই চলছে।

এদিকে, ২০২৩ সালের একটি আলোচিত মামলার রায় বাতিলের সিদ্ধান্ত কংগ্রেসে আপাতত স্থগিত রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রায় বাতিল হলে সিএইচপি’র নেতৃত্বে পরিবর্তন হতে পারে, যা দলটির অভ্যন্তরীণ টানাপোড়েন বাড়াতে পারে।