ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইয়েমেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাজধানী সানায় আয়োজিত এক বিশাল সমাবেশে অংশ নেয় লাখো মানুষ।
সমাবেশে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিল হুতি গোষ্ঠীর সমর্থক, যারা ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও বিভিন্ন প্রতিবাদী পোস্টার হাতে রাজপথে জড়ো হয়।
সমাবেশজুড়ে ইসরায়েলবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সানা শহর। শুধু গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দাই নয়, ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের ভূমিকারও তীব্র প্রতিবাদ জানানো হয় এসময়।
ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। গাজায় হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও আশপাশের জলসীমায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে ইয়েমেনজুড়ে প্রতিদিনই হচ্ছে ছোট-বড় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি।