3:57 am, Monday, 10 November 2025

দুর্গাপূজায় স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি

দুর্গাপূজায় স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুর্গাপূজাকে ঘিরে শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুখবর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবারে টানা ১২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত পূজার ছুটি থাকবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) রয়েছে নিয়মিত সাপ্তাহিক ছুটি, ফলে পুরোটা মিলিয়ে ১২ দিনের বিশ্রাম পাচ্ছে শিক্ষার্থীরা।

এছাড়াও, ৬ অক্টোবর রয়েছে শ্রীশ্রী লক্ষ্মীপূজার ঐচ্ছিক ছুটি। একই সময়ে পড়েছে ফাতেহা-ই-ইয়াজ দাহম ও প্রবারণা পূর্ণিমার ছুটিও, ফলে উৎসবের আনন্দ যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির তালিকা চূড়ান্ত করবে, যেহেতু তারা স্বায়ত্তশাসিত।

এদিকে, সরকারি চাকরিজীবীদের জন্যও রয়েছে সুখবর। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) থাকবে নির্বাহী আদেশে ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা পাবেন টানা চার দিনের ছুটি।

উল্লেখ্য, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ঈদের পাশাপাশি দুর্গাপূজাতেও বাড়তি ছুটি চালু করা হয়, যা এবার দ্বিতীয়বারের মতো কার্যকর হচ্ছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

দুর্গাপূজায় স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি

Update Time : 11:33:09 am, Sunday, 14 September 2025

দুর্গাপূজাকে ঘিরে শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুখবর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবারে টানা ১২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত পূজার ছুটি থাকবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) রয়েছে নিয়মিত সাপ্তাহিক ছুটি, ফলে পুরোটা মিলিয়ে ১২ দিনের বিশ্রাম পাচ্ছে শিক্ষার্থীরা।

এছাড়াও, ৬ অক্টোবর রয়েছে শ্রীশ্রী লক্ষ্মীপূজার ঐচ্ছিক ছুটি। একই সময়ে পড়েছে ফাতেহা-ই-ইয়াজ দাহম ও প্রবারণা পূর্ণিমার ছুটিও, ফলে উৎসবের আনন্দ যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির তালিকা চূড়ান্ত করবে, যেহেতু তারা স্বায়ত্তশাসিত।

এদিকে, সরকারি চাকরিজীবীদের জন্যও রয়েছে সুখবর। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) থাকবে নির্বাহী আদেশে ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা পাবেন টানা চার দিনের ছুটি।

উল্লেখ্য, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ঈদের পাশাপাশি দুর্গাপূজাতেও বাড়তি ছুটি চালু করা হয়, যা এবার দ্বিতীয়বারের মতো কার্যকর হচ্ছে।