ইসরাইলের রাজধানী তেল আবিবসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ হামলার পর ইসরাইলজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে, ফলে আতঙ্কে পড়ে লাখো ইহুদি নাগরিক।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। যদিও তেল আবিব ও কালকিলিয়া এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কুদস নিউজ, প্যালেস্টাইন পোস্ট, আল-মায়াদিন ও আল জাজিরা সহ বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সতর্ক অবস্থানে চলে গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এর আগের দিন শুক্রবার (১২ সেপ্টেম্বর), আল-মাসিরাহ টিভিতে এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। একইসঙ্গে ড্রোন ইউনিট দুটি ভিন্ন জায়গায় হামলা চালায়— একটি এলাতের রামন বিমানবন্দরে, অপরটি নেগেভের আরেক সামরিক স্থাপনায়।
সারি জানান, এসব হামলা গাজায় ইসরাইলি আগ্রাসন ও ইয়েমেনের ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবেই চালানো হয়েছে। তিনি বলেন, “ইয়েমেন ফিলিস্তিনিদের পাশে আছে এবং আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে।”