11:29 am, Saturday, 13 September 2025

‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত’

ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ইসলামী নতুন করে আঁতাত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের হলুদ ঘর ও শেখপাড়া গ্রামে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে দুলু বলেন, “আওয়ামী লীগ ও জামায়াত একাকার হয়ে গেছে। যারা ১৫ বছর ধরে আমাদের শোষণ করেছে, গুলি করেছে, হামলা করেছে— তাদের সঙ্গে আঁতাত করে কেউ যদি ভাবে মানুষ কিছু বুঝবে না, সেটা ভুল। দেশের মানুষ সব বুঝে।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জামায়াত-শিবিরের বিজয়কে কেন্দ্র করে কেউ কেউ ভাবছে তারা জাতীয় রাজনীতিতেও সফল হবে। কিন্তু এটি মোটেও জাতীয় বাস্তবতার প্রতিফলন নয়। আঁতাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে জয় পাওয়া মানে দেশের মানুষের মন জয় করা নয়।”

দুলু স্পষ্টভাবে জানান, আওয়ামী লীগ ও জামায়াতের এই রাজনৈতিক আঁতাতের বিরুদ্ধেই বিএনপিকে রুখে দাঁড়াতে হবে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইসরাইলে আবারও ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি

‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত’

Update Time : 10:33:03 am, Saturday, 13 September 2025

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ইসলামী নতুন করে আঁতাত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের হলুদ ঘর ও শেখপাড়া গ্রামে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে দুলু বলেন, “আওয়ামী লীগ ও জামায়াত একাকার হয়ে গেছে। যারা ১৫ বছর ধরে আমাদের শোষণ করেছে, গুলি করেছে, হামলা করেছে— তাদের সঙ্গে আঁতাত করে কেউ যদি ভাবে মানুষ কিছু বুঝবে না, সেটা ভুল। দেশের মানুষ সব বুঝে।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জামায়াত-শিবিরের বিজয়কে কেন্দ্র করে কেউ কেউ ভাবছে তারা জাতীয় রাজনীতিতেও সফল হবে। কিন্তু এটি মোটেও জাতীয় বাস্তবতার প্রতিফলন নয়। আঁতাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে জয় পাওয়া মানে দেশের মানুষের মন জয় করা নয়।”

দুলু স্পষ্টভাবে জানান, আওয়ামী লীগ ও জামায়াতের এই রাজনৈতিক আঁতাতের বিরুদ্ধেই বিএনপিকে রুখে দাঁড়াতে হবে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।