মক্কার পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে দেখা গেল চাঁদের এক অনন্য অবস্থান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে এ বিরল মহাজাগতিক দৃশ্যটি প্রত্যক্ষ করেন পবিত্র নগরীতে অবস্থানরত হাজারো মুসল্লি।
সৌদি অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা জানান, এদিন আকাশে ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার কেন্দ্রবিন্দুর সরাসরি ওপরে চলে আসে। তিনি বলেন, “এই ঘটনা প্রমাণ করে যে চাঁদসহ মহাজাগতিক বস্তুর গতিপথ সম্পর্কে আমাদের গণনা কতটা নিখুঁত। এর মাধ্যমে মুসলিম উম্মাহ আরও সঠিকভাবে কিবলা নির্ধারণ করতে পারবে।”
এই দৃশ্য জ্যোতির্বিজ্ঞানীদের কাছেও ছিল এক বাস্তব পর্যবেক্ষণের দুর্লভ সুযোগ। তাঁরা গাণিতিক মডেল ও বাস্তব অবস্থানের তুলনা করে নানা কোণ ও উচ্চতা বিশ্লেষণ করেছেন, যা ভবিষ্যতের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, আবু জাহরা জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ ‘সপ্তর্ষিমণ্ডল’ বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে অতিক্রম করবে। এ সময় চাঁদ কিছু নক্ষত্রকে আংশিকভাবে ঢেকে দেবে, যা সৌদি আরবসহ আরব বিশ্বের বহু দেশ থেকে খালি চোখে দেখা যাবে।
ঐতিহাসিকভাবেই সূর্য, চাঁদ ও নক্ষত্রের গতি মুসলিম জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ ছিল নামাজের সময় ও কিবলা নির্ধারণের জন্য। এ ধরনের মহাজাগতিক ঘটনা আজও মুসলমানদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতির পাশাপাশি বৈজ্ঞানিক কৌতূহলও জাগিয়ে তোলে।