রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে ‘স্মার্ট হাসান’কে (৩৮)। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরে বাংলানগর সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। আদায়কৃত অর্থ তিনি পাঠাতেন পলাতক গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে।
২৫ আগস্ট এ সংক্রান্ত একটি অভিযোগ সামনে আসে। সময়মতো চাঁদা না দিলে হাসানের দল অ্যাম্বুলেন্স মালিকদের মারধর করত বলে জানা গেছে। এমন একটি মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হলে স্মার্ট হাসান আত্মগোপনে চলে যান।
তবে প্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
শেরেবাংলা নগরের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, “স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে আমাদের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
গ্রেপ্তারের পর হাসানকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে তার বিরুদ্ধে আগের জিডি ও অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।