দেশজুড়ে আবারও বাড়ছে বৃষ্টিপাত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি মাত্রায় বিরাজ করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। ফলে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে সঙ্গেই চারটি বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার এমন অবস্থায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হারে কমতে পারে।
পরবর্তী দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবারেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবৃষ্টির সঙ্গে ভারী বর্ষণও দেখা দিতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় সামান্য হেরফের হলেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত আপাতত নেই।
সোমবার এবং মঙ্গলবারও একই ধারা বজায় থাকবে। দেশের প্রায় সব বিভাগেই হতে পারে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে স্বস্তির খবর হলো—বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে।