12:23 pm, Saturday, 13 September 2025

৫ গোল করে গোলকিপারের কাছে ক্ষমা চাইলেন হলান্ড

৫ গোল করে গোলকিপারের কাছে ক্ষমা চাইলেন হলান্ড। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বকাপ বাছাইপর্বে মলদোভার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেল নরওয়ে, আর সেই জয়ের অন্যতম নায়ক আর্লিং হলান্ড। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে অসলোর উলেভাল স্টেডিয়ামে ইউরোপীয় অঞ্চলের ‘আই’ গ্রুপের ম্যাচে মলদোভাকে ১১–১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। এটিই মলদোভার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়।

এই জয়ে একাই ৫ গোল করেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড, যিনি ম্যাচ শেষে গোলকিপারের কাছে গিয়ে করলেন অদ্ভুত এক কাজ—ক্ষমা চাইলেন!

১১ গোল হজম করে হতাশ মলদোভান গোলরক্ষক ডিমিত্রি আভরাম মাঠে প্রায় ভেঙে পড়েছিলেন। প্রতিপক্ষের গোল যেন থামছেই না। একের পর এক বল তার জালে জড়িয়েছে, আর তিনি অসহায়ের মতো তাকিয়ে দেখেছেন।

খেলার পর, হলান্ড এগিয়ে যান আভরামের কাছে। শুধু হাত মেলাননি, বরং সান্ত্বনা দিয়ে ক্ষমা চেয়েছেন। মলদোভার ৩১ বছর বয়সী গোলরক্ষক নিজেই বিষয়টি জানিয়েছেন নরওয়ের টিভি চ্যানেল TV2 Direkte-কে।

আভরাম বলেন, “আর্লিং বলেছিল, গোল খাওয়ায় আমার কোনো দোষ নেই। সে এমনকি ক্ষমাও চেয়েছে। বলেছে, পরবর্তী রাউন্ডের জন্য গোল ব্যবধান বাড়ানোটা গুরুত্বপূর্ণ হতে পারে বলেই থামেনি। সে শেষ পর্যন্ত লড়তে চেয়েছে।”

এই ম্যাচের মাধ্যমে একটি অনন্য রেকর্ডেও ভাগ বসিয়েছেন হলান্ড। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি আছে শুধুমাত্র লিওনেল মেসি এবং এখন আর্লিং হলান্ডের।

সবশেষে আভরাম বলেন, “কী আর বলব? মাঠে মরিনি শুধু। মানসিকভাবে শক্ত থাকতে হবে। হ্যাঁ, ১১ গোল অনেক বেশি। তবে পরের ম্যাচ তো সামনে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইসরাইলে আবারও ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি

৫ গোল করে গোলকিপারের কাছে ক্ষমা চাইলেন হলান্ড

Update Time : 09:40:56 am, Saturday, 13 September 2025

বিশ্বকাপ বাছাইপর্বে মলদোভার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেল নরওয়ে, আর সেই জয়ের অন্যতম নায়ক আর্লিং হলান্ড। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে অসলোর উলেভাল স্টেডিয়ামে ইউরোপীয় অঞ্চলের ‘আই’ গ্রুপের ম্যাচে মলদোভাকে ১১–১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। এটিই মলদোভার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়।

এই জয়ে একাই ৫ গোল করেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড, যিনি ম্যাচ শেষে গোলকিপারের কাছে গিয়ে করলেন অদ্ভুত এক কাজ—ক্ষমা চাইলেন!

১১ গোল হজম করে হতাশ মলদোভান গোলরক্ষক ডিমিত্রি আভরাম মাঠে প্রায় ভেঙে পড়েছিলেন। প্রতিপক্ষের গোল যেন থামছেই না। একের পর এক বল তার জালে জড়িয়েছে, আর তিনি অসহায়ের মতো তাকিয়ে দেখেছেন।

খেলার পর, হলান্ড এগিয়ে যান আভরামের কাছে। শুধু হাত মেলাননি, বরং সান্ত্বনা দিয়ে ক্ষমা চেয়েছেন। মলদোভার ৩১ বছর বয়সী গোলরক্ষক নিজেই বিষয়টি জানিয়েছেন নরওয়ের টিভি চ্যানেল TV2 Direkte-কে।

আভরাম বলেন, “আর্লিং বলেছিল, গোল খাওয়ায় আমার কোনো দোষ নেই। সে এমনকি ক্ষমাও চেয়েছে। বলেছে, পরবর্তী রাউন্ডের জন্য গোল ব্যবধান বাড়ানোটা গুরুত্বপূর্ণ হতে পারে বলেই থামেনি। সে শেষ পর্যন্ত লড়তে চেয়েছে।”

এই ম্যাচের মাধ্যমে একটি অনন্য রেকর্ডেও ভাগ বসিয়েছেন হলান্ড। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি আছে শুধুমাত্র লিওনেল মেসি এবং এখন আর্লিং হলান্ডের।

সবশেষে আভরাম বলেন, “কী আর বলব? মাঠে মরিনি শুধু। মানসিকভাবে শক্ত থাকতে হবে। হ্যাঁ, ১১ গোল অনেক বেশি। তবে পরের ম্যাচ তো সামনে।”