দীর্ঘ বিতর্ক আর রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ভারতেও মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত সিনেমা ‘আবির গুলাল’। নানা জল্পনা-কল্পনার পর ছবিটি আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পেতে পারে বলে জানিয়েছে ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মূলত ভারতের কাশ্মীর অঞ্চলের পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়। এর জেরে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এই নিষেধাজ্ঞার রেশ এসে পড়ে ফাওয়াদ খান ও বলিউড অভিনেত্রী বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’-এর ওপরও।
ছবিটি মূলত ৯ মে মুক্তির কথা ছিল। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ায় ভারতীয় মাটিতে মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এমনকি ছবির নায়িকা বাণী কাপুরকেও কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করার জন্য।
‘আবির গুলাল’ ইতোমধ্যেই ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পেয়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় ভালো সাড়া পাওয়ার পর এখন প্রস্তুতি চলছে ভারতে প্রদর্শনের জন্য।
জানা গেছে, “ছবিটি একটি সাধারণ প্রেমের গল্প হলেও এর আবেগ আর উপস্থাপন সবার হৃদয় ছুঁয়ে যাবে। নির্মাতারা ছবিটি নিয়ে আত্মবিশ্বাসী, বিশেষ করে ২৬ সেপ্টেম্বর বলিউডে অন্য কোনো ছবি মুক্তি না পাওয়ায় এটি বক্স অফিসে ভালো করবে বলে আশা।”
যদিও ছবির নির্মাতারা এখনো ভারতীয় মুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে বিষয়টি প্রায় নিশ্চিত। সূত্র: আনন্দবাজার