11:17 am, Saturday, 13 September 2025

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, ডিম নিক্ষেপ

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, ডিম নিক্ষেপ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাজ্যের লন্ডনে সফররত বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোয়াস ইউনিভার্সিটির আয়োজিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় এ হামলার চেষ্টা হয়।

ঘটনাটি ঘটে লন্ডনের কেন্দ্রস্থল ব্লুমসবারি এলাকায় অবস্থিত সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন ক্যাম্পাসে। ‘দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ’ (SOAS) এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সন্ধ্যা ৭টার দিকে হাইকমিশনের কালো রঙের একটি বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলে সেখানে অবস্থান করা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গাড়িটির ওপর ডিম নিক্ষেপ করেন। এমনকি কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে ব্রিটিশ পুলিশ হস্তক্ষেপ করায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।

তবে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য একটি গাড়ি ও ভিন্ন রুটে সেমিনারস্থল ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ভুলবশত মনে করেছিলেন মাহফুজ আলম ওই গাড়িতেই ছিলেন, তাই তারা ডিম ছুড়েছিলেন।”

এ ঘটনার পরপরই মাহফুজ আলম লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের একদম কাছাকাছি ছিলাম।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইসরাইলে আবারও ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, ডিম নিক্ষেপ

Update Time : 08:48:56 am, Saturday, 13 September 2025

যুক্তরাজ্যের লন্ডনে সফররত বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোয়াস ইউনিভার্সিটির আয়োজিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় এ হামলার চেষ্টা হয়।

ঘটনাটি ঘটে লন্ডনের কেন্দ্রস্থল ব্লুমসবারি এলাকায় অবস্থিত সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন ক্যাম্পাসে। ‘দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ’ (SOAS) এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সন্ধ্যা ৭টার দিকে হাইকমিশনের কালো রঙের একটি বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলে সেখানে অবস্থান করা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গাড়িটির ওপর ডিম নিক্ষেপ করেন। এমনকি কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে ব্রিটিশ পুলিশ হস্তক্ষেপ করায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।

তবে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য একটি গাড়ি ও ভিন্ন রুটে সেমিনারস্থল ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ভুলবশত মনে করেছিলেন মাহফুজ আলম ওই গাড়িতেই ছিলেন, তাই তারা ডিম ছুড়েছিলেন।”

এ ঘটনার পরপরই মাহফুজ আলম লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের একদম কাছাকাছি ছিলাম।”