গাজায় ইসরায়েলের আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে আমেরিকান জনতার একাংশ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে।
গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সি ফুড খেতে গিয়ে একদল বিক্ষোভকারীর মুখোমুখি হন তিনি। ট্রাম্পকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন— “ট্রাম্প হচ্ছেন একালের হিটলার!”
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউস সংলগ্ন ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত ‘জো’স সি ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব’ নামের একটি অভিজাত রেস্তোরাঁয় যান ট্রাম্প। সাধারণত প্রেসিডেন্টরা নিরাপত্তার কারণে রেস্তোরাঁয় যাওয়া এড়িয়ে চললেও, ট্রাম্পের এ যাত্রা ছিল ব্যতিক্রম।
রেস্তোরাঁর ভেতরে আগেই অবস্থান করছিলেন কয়েকজন বিক্ষোভকারী। ট্রাম্প সেখানে ঢোকার আগেই তারা ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন এবং ট্রাম্পকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন— “ডিসিকে মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো!”
এ সময় ট্রাম্প তার লিমুজিন থেকে নেমে কিছুটা এগিয়ে যান এবং হাত নেড়ে কিছু বলার চেষ্টা করেন। তবে কারও সঙ্গে সরাসরি কথা বলেননি। এরপর নিরাপত্তা কর্মীদের ইঙ্গিত দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সিক্রেট সার্ভিস দ্রুতই বিক্ষোভকারীদের সরিয়ে নেয়।
রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাবাহী ব্যানার উঁচিয়ে বিক্ষোভ চালিয়ে যান। রিপোর্টে উল্লেখ করা হয়, ট্রাম্প সাধারণত ওয়াশিংটনে অবস্থানকালে হোয়াইট হাউস থেকে বের হন না, তাই তার এই রেস্তোরাঁয় যাওয়ার ঘটনাটি ছিল বিরল।
গাজায় চলমান ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও ট্রাম্পের অবস্থান ঘিরে আমেরিকায় বিক্ষোভের ঢেউ নতুন মাত্রা পাচ্ছে—এটি ছিল তারই প্রতিফলন।