পরিবারসহ কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন ঢাকার বাসিন্দা গোলাম সারোয়ার। কিন্তু সেই আনন্দভ্রমণ রূপ নিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি ও তার তিন বছরের মেয়ে মুসকান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় কালো রঙের মাইক্রোবাসটি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বাবা ও মেয়ে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন গোলাম সারোয়ারের স্ত্রী উম্মে সালমা, ছেলে ইমতিয়াজ আহমেদ, চালক গিয়াস উদ্দিন এবং তাদের এক সহকর্মী সাগর। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
মিরসরাই ফায়ার সার্ভিসের দলনেতা সাহ্লাঞো মারমা জানিয়েছেন, মাইক্রোবাসটি প্রচণ্ড গতিতে থাকা অবস্থায় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।