ফিলিস্তিনের হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো ইসরায়েলি হামলায় নিহত ৬ জনের জানাজায় অংশ নিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
নিহতদের মধ্যে পাঁচজন ফিলিস্তিনি, যাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। আর একজন কাতারের সেনা সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি, যাকে কাতারের পতাকায় দাফন করা হয়। মরদেহগুলো মিসাইমির কবরস্থানে দাফনের কথা জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ হামলার লক্ষ্য ছিলেন হামাস নেতা খলিল আল-হায়া। তার ছেলে এই হামলায় প্রাণ হারিয়েছেন। তবে খলিল নিজে বেঁচে আছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি কাতারের আমির।
এক সাক্ষাৎকারে কাতারের শাসক জানান, দোহায় এই হামলার কারণে এখন আর ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে কোনো আশাই নেই। একইসঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েও নতুন করে ভাবার কথা বলেন তিনি।