12:29 pm, Friday, 12 September 2025

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনী কার্যক্রম চলাকালীন হঠাৎ করেই মারা গেলেন এক পোলিং অফিসার। মৃত শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস, যিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় ওঠার সময় হঠাৎ করিডোরে অচেতন হয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্ট্রেচারে করে নিচে নামিয়ে এনে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত হয়ে অজ্ঞান হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই মৃত্যুবরণ করেন।

তিনি প্রীতিলতা হল ও কেন্দ্রীয় সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমন ঘটনাটি উপস্থিত সবাইকে হতবাক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমন একটি অপ্রত্যাশিত ঘটনা উপস্থিত সবাইকে হতভম্ব করেছে। এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মহান আল্লাহ ম্যামকে জান্নাত নসিব করুন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-মেয়ের

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু

Update Time : 11:49:15 am, Friday, 12 September 2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনী কার্যক্রম চলাকালীন হঠাৎ করেই মারা গেলেন এক পোলিং অফিসার। মৃত শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস, যিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় ওঠার সময় হঠাৎ করিডোরে অচেতন হয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্ট্রেচারে করে নিচে নামিয়ে এনে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত হয়ে অজ্ঞান হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই মৃত্যুবরণ করেন।

তিনি প্রীতিলতা হল ও কেন্দ্রীয় সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমন ঘটনাটি উপস্থিত সবাইকে হতবাক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমন একটি অপ্রত্যাশিত ঘটনা উপস্থিত সবাইকে হতভম্ব করেছে। এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মহান আল্লাহ ম্যামকে জান্নাত নসিব করুন।