ফুটবল ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় লিখলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তাকে ‘সর্বকালের সেরা’ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলো নিজ দেশের ফুটবল লিগ কর্তৃপক্ষ লিগা পর্তুগাল।
বুধবার (১০ সেপ্টেম্বর) এই পুরস্কার প্রদান করে লিগা পর্তুগাল। যদিও সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলায় ব্যস্ত থাকায় ৪০ বছর বয়সী রোনালদো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এই পুরস্কার আমার জন্য গর্বের। দেশের হয়ে এমন স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। সতীর্থ, কোচ ও সবাইকে ধন্যবাদ যারা আমাকে এই অর্জনে সাহায্য করেছেন।”
রোনালদো ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে করেছেন ১৪১ গোল। লিগা পর্তুগালের বিবৃতিতে বলা হয়, “তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। এক যুগকে সংজ্ঞায়িত করেছেন রোনালদো। তার কঠোর পরিশ্রম, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং বড় মুহূর্তে পারফরম্যান্স তাকে ফুটবলের কিংবদন্তি করে তুলেছে।”
এদিকে, চলতি সপ্তাহেই রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। হাঙ্গেরির বিপক্ষে ৩-২ গোলের জয়ে তিনি করেন নিজের ৩৯তম গোল, যা তাকে গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের পাশে বসিয়েছে।
অন্যদিকে, সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিয়োকেরেস পরপর দ্বিতীয়বারের মতো পর্তুগিজ লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। স্পোর্টিং সিপির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর বর্তমানে ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে মাঠে নামছেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গিয়োকেরেস করেছেন ৫৪ গোল, যার মধ্যে ৩৯টি ছিল লিগে।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় গিয়োকেরেস বলেন, “এমন একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে আমি গর্বিত। এটি আমার সতীর্থ, ক্লাব এবং সমর্থকদের সম্মিলিত প্রয়াসের ফল।”