9:33 pm, Thursday, 11 September 2025

উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাকসুর ভোটগ্রহণ, চলছে গণনা

উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাকসুর ভোটগ্রহণ, চলছে গণনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি।

নির্বাচন ঘিরে দিনভর ছিল উত্তেজনা। এর মধ্যেই ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন বিকেল ৪টার দিকে।

অন্যদিকে, নির্বাচনের সার্বিক পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৫৪৮ জন প্রার্থী। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০২ জন, ফলে মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কিছুটা কমেছে।

ভোটগ্রহণে ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়। ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য ১০টি হলে ভোটকেন্দ্র ছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয় ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার এবং সমসংখ্যক সহকারী পোলিং অফিসার।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাকসুর ভোটগ্রহণ, চলছে গণনা

Update Time : 07:50:26 pm, Thursday, 11 September 2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি।

নির্বাচন ঘিরে দিনভর ছিল উত্তেজনা। এর মধ্যেই ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন বিকেল ৪টার দিকে।

অন্যদিকে, নির্বাচনের সার্বিক পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৫৪৮ জন প্রার্থী। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০২ জন, ফলে মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কিছুটা কমেছে।

ভোটগ্রহণে ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়। ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য ১০টি হলে ভোটকেন্দ্র ছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয় ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার এবং সমসংখ্যক সহকারী পোলিং অফিসার।