3:48 pm, Thursday, 11 September 2025

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী ফরিদা পারভীন

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন।

তার স্বামী ও যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। “গত দুই দিনের তুলনায় আজকের অবস্থা অনেক খারাপ। ফুসফুসের সমস্যা বেড়েছে, কিডনির জটিলতাও বাড়ছে। তাঁর জন্য সবাই দোয়া করুন”—বলেন তিনি।

তিনি আরও জানান, গত কয়েক মাসে ফরিদা পারভীনকে অন্তত চারবার আইসিইউতে ভর্তি করতে হয়েছে। প্রতিনিয়ত দুই দিন অন্তর ডায়ালিসিস চলছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর ডায়ালিসিসের জন্য হাসপাতালে ভর্তি করানো হলে, পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এরপরই তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, “ফরিদা পারভীনের রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে গেছে, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তাঁর জ্ঞান কমে গেছে। কিডনি জটিলতা তো রয়েছেই, পাশাপাশি তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। এজন্য তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সবমিলিয়ে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী ফরিদা পারভীন

Update Time : 07:30:28 am, Thursday, 11 September 2025

প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন।

তার স্বামী ও যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। “গত দুই দিনের তুলনায় আজকের অবস্থা অনেক খারাপ। ফুসফুসের সমস্যা বেড়েছে, কিডনির জটিলতাও বাড়ছে। তাঁর জন্য সবাই দোয়া করুন”—বলেন তিনি।

তিনি আরও জানান, গত কয়েক মাসে ফরিদা পারভীনকে অন্তত চারবার আইসিইউতে ভর্তি করতে হয়েছে। প্রতিনিয়ত দুই দিন অন্তর ডায়ালিসিস চলছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর ডায়ালিসিসের জন্য হাসপাতালে ভর্তি করানো হলে, পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এরপরই তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, “ফরিদা পারভীনের রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে গেছে, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তাঁর জ্ঞান কমে গেছে। কিডনি জটিলতা তো রয়েছেই, পাশাপাশি তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। এজন্য তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সবমিলিয়ে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”