8:50 am, Thursday, 11 September 2025

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালালেন নেপালের মন্ত্রীরা

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালালেন নেপালের মন্ত্রীরা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভয়াবহ সহিংস বিক্ষোভের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেই সঙ্গে এক নাটকীয় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে—নেপালের একাধিক মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের রেসকিউ স্লিং বা দড়ি আঁকড়ে ধরে পালিয়ে যাচ্ছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সেনা হেলিকপ্টার ব্যবহার করে উঁচু ভবন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। মন্ত্রীরা দড়ি ধরে ঝুলে থাকা অবস্থায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, সহিংস বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীজুড়ে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সেনারা, আর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভের নেতৃত্বে থাকা তরুণদের সংগঠন জেন-জি গোষ্ঠী নিজেদের এই সহিংসতা থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাদের দাবি, আন্দোলনটি দখল করে নিয়েছে কিছু সুবিধাবাদী গোষ্ঠী, যারা ভাঙচুর ও অরাজকতা ছড়িয়ে দিয়েছে।

বিক্ষোভের প্রকৃত কারণ ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে, তবে দেশজুড়ে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ, মন্ত্রীদের পালিয়ে যাওয়া এবং সেনা হস্তক্ষেপ—সব মিলিয়ে নেপাল এক গভীর রাজনৈতিক সংকটে পড়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালালেন নেপালের মন্ত্রীরা

Update Time : 07:12:33 am, Thursday, 11 September 2025

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভয়াবহ সহিংস বিক্ষোভের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেই সঙ্গে এক নাটকীয় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে—নেপালের একাধিক মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের রেসকিউ স্লিং বা দড়ি আঁকড়ে ধরে পালিয়ে যাচ্ছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সেনা হেলিকপ্টার ব্যবহার করে উঁচু ভবন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। মন্ত্রীরা দড়ি ধরে ঝুলে থাকা অবস্থায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, সহিংস বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীজুড়ে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সেনারা, আর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভের নেতৃত্বে থাকা তরুণদের সংগঠন জেন-জি গোষ্ঠী নিজেদের এই সহিংসতা থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাদের দাবি, আন্দোলনটি দখল করে নিয়েছে কিছু সুবিধাবাদী গোষ্ঠী, যারা ভাঙচুর ও অরাজকতা ছড়িয়ে দিয়েছে।

বিক্ষোভের প্রকৃত কারণ ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে, তবে দেশজুড়ে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ, মন্ত্রীদের পালিয়ে যাওয়া এবং সেনা হস্তক্ষেপ—সব মিলিয়ে নেপাল এক গভীর রাজনৈতিক সংকটে পড়েছে।