8:58 pm, Tuesday, 9 September 2025

হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ, বিপ্লবের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

এর আগে, চলতি বছরের ২২ জুন রাতে ঢাকার মনিপুরীপাড়ার একটি বাসা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে তোলা হলে দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। আন্দোলনের চূড়ান্ত দিন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুর-কৃষি ব্যাংক এলাকায় পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজিসহ তিনজন নিহত হন, আহত হন প্রায় দেড় শতাধিক। এ ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল বিপ্লবকে অন্যতম আসামি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফয়সাল বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

Update Time : 05:20:11 pm, Tuesday, 9 September 2025

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ, বিপ্লবের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

এর আগে, চলতি বছরের ২২ জুন রাতে ঢাকার মনিপুরীপাড়ার একটি বাসা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে তোলা হলে দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। আন্দোলনের চূড়ান্ত দিন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুর-কৃষি ব্যাংক এলাকায় পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজিসহ তিনজন নিহত হন, আহত হন প্রায় দেড় শতাধিক। এ ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল বিপ্লবকে অন্যতম আসামি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফয়সাল বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।