9:18 pm, Tuesday, 9 September 2025

শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ২৮ বছর পর আবারও অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে।

সারাদিনের ভোটগ্রহণে বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনার কাজ। কমিশন সূত্রে জানা গেছে, আজই প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল।

বিভিন্ন কেন্দ্রে ভোটারদের অংশগ্রহণ ছিল বেশ উৎসাহব্যঞ্জক। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়ে প্রায় ৮০ শতাংশ, আর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উদয়ন কেন্দ্রে কবি জসিমউদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দেন। সবচেয়ে বেশি ভোট পড়ে কবি জসিমউদ্দীন হলে।

এবারের নির্বাচনে ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী হলের এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র হলের ভোটার।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ৬২ জন নারী প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা

Update Time : 04:24:06 pm, Tuesday, 9 September 2025

দীর্ঘ ২৮ বছর পর আবারও অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে।

সারাদিনের ভোটগ্রহণে বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনার কাজ। কমিশন সূত্রে জানা গেছে, আজই প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল।

বিভিন্ন কেন্দ্রে ভোটারদের অংশগ্রহণ ছিল বেশ উৎসাহব্যঞ্জক। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়ে প্রায় ৮০ শতাংশ, আর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উদয়ন কেন্দ্রে কবি জসিমউদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দেন। সবচেয়ে বেশি ভোট পড়ে কবি জসিমউদ্দীন হলে।

এবারের নির্বাচনে ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী হলের এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র হলের ভোটার।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ৬২ জন নারী প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।