নেপালে দেশজুড়ে চলমান সহিংস জেন জি বিক্ষোভের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন।
কাঠমান্ডু পোস্টের বরাতে জানা গেছে, সোমবার কাঠমান্ডুতে ১৭ জন এবং ইতাহারিতে ২ জন নিহত হয়েছেন, আর ৪০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতের ঘটনায় নৈতিক দায়িত্ববোধ থেকে পদত্যাগ করেছেন রমেশ লেখক।
এর আগে, নেপালি কংগ্রেসের দুই মহাসচিব গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। রমেশ লেখক গত বছরের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তাদের দাবিতে, সরকারি প্রশাসনে দুর্নীতি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নেপালের জেন জি প্রজন্মের তরুণ-তরুণীরা কাঠমান্ডু ও অন্যান্য শহরে বিক্ষোভ শুরু করে। সহিংসতায় দেশজুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে।