বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, যারা মনে করছেন নির্বাচনে বিঘ্ন ঘটিয়ে উপকৃত হবেন তারা ভুল করছেন। বাংলাদেশের মানুষ এতে উপকৃত হবে না, মন্তব্য করেন তিনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফখরুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আপনারা সব সময় সতর্ক থাকবেন।
তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে বিএনপি মরণপণ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। এ সময়ে প্রায় দুই হাজার নেতা-কর্মী প্রাণ দিয়েছেন এবং প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে।
ফখরুল অভিযোগ করেন, দেশের শত্রুরা বারবার অস্থিতিশীলতা তৈরি করে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তবে এখন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন— ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস বলেছেন, আল্লাহ ছাড়া আর কেউ এ নির্বাচন ঠেকাতে পারবে না, যোগ করেন ফখরুল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মির্জা ফয়সাল আমিনকে সভাপতি এবং পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলরের ভোটে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।
২০১৭ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।