10:58 pm, Monday, 8 September 2025

নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকার আহ্বান তারেকের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন জাতীয় নির্বাচনকে হালকাভাবে না নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমি এক বছর আগে বলেছিলাম— আমরা যতটা সহজ ভাবছি, ততটা সহজ নয় বিষয়টি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

সোমবার লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। নানা বাধা-বিপত্তি মোকাবিলা করে তারা জনগণের আন্দোলনকে সফল করেছেন। তবে এখনো সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের কাছে তাদের মতামত উপস্থাপন করা। জনগণই তাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেবে। “আমরা যদি জনগণকে বাইরে রেখে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে তা দেশ ও জনগণের জন্য অরাজক পরিস্থিতি ডেকে আনবে,” মন্তব্য করেন তিনি।

প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে তিনি মনে করিয়ে দেন, বিএনপি প্রায় আড়াই বছর আগে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে তাদের ভিশন তুলে ধরেছিল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মির্জা ফয়সাল আমিনকে সভাপতি এবং পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলরের ভোটে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

২০১৭ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকার আহ্বান তারেকের

Update Time : 08:36:02 pm, Monday, 8 September 2025

আসন্ন জাতীয় নির্বাচনকে হালকাভাবে না নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমি এক বছর আগে বলেছিলাম— আমরা যতটা সহজ ভাবছি, ততটা সহজ নয় বিষয়টি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

সোমবার লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। নানা বাধা-বিপত্তি মোকাবিলা করে তারা জনগণের আন্দোলনকে সফল করেছেন। তবে এখনো সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের কাছে তাদের মতামত উপস্থাপন করা। জনগণই তাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেবে। “আমরা যদি জনগণকে বাইরে রেখে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে তা দেশ ও জনগণের জন্য অরাজক পরিস্থিতি ডেকে আনবে,” মন্তব্য করেন তিনি।

প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে তিনি মনে করিয়ে দেন, বিএনপি প্রায় আড়াই বছর আগে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে তাদের ভিশন তুলে ধরেছিল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মির্জা ফয়সাল আমিনকে সভাপতি এবং পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলরের ভোটে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

২০১৭ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা।