11:46 pm, Monday, 8 September 2025

চলতি মাসেই নিবন্ধন সিদ্ধান্ত চাইলো এনসিপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্রুত নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশনকে এ মাসেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এ দাবি জানান। তিনি বলেন, দলটি নিবন্ধনের সব শর্ত পূরণ করে আবেদন করেছে। বর্তমানে ভেরিফিকেশন রিপোর্ট কমিশনের হাতে এসেছে এবং ইতিবাচক ফল এ মাসেই পাওয়া যাবে বলে আশা করছেন।

এ সময় তিনি জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকায় কমিশনকে আগে থেকেই সব নিবন্ধিত দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করতে হবে। এতে নতুন নিবন্ধিত দলগুলোকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গেও আলোচনা হয়। জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা শুরু থেকেই প্রবাসী ভোটের দাবি জানিয়ে আসছি। কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীসহ নিজ আসনের বাইরে থাকা ভোটারদের ভোট গ্রহণ করা হবে। এ জন্য একটি মোবাইল অ্যাপস চালু করার পরিকল্পনাও রয়েছে।”

তিনি আরও জানান, প্রবাসী ও বাইরে থাকা ভোটাররা আগে থেকেই ব্যালট পেপার পাবেন এবং ডাকযোগে তা ফেরত পাঠালে মূল ভোটের গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

চলতি মাসেই নিবন্ধন সিদ্ধান্ত চাইলো এনসিপি

Update Time : 08:29:27 pm, Monday, 8 September 2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্রুত নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশনকে এ মাসেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এ দাবি জানান। তিনি বলেন, দলটি নিবন্ধনের সব শর্ত পূরণ করে আবেদন করেছে। বর্তমানে ভেরিফিকেশন রিপোর্ট কমিশনের হাতে এসেছে এবং ইতিবাচক ফল এ মাসেই পাওয়া যাবে বলে আশা করছেন।

এ সময় তিনি জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকায় কমিশনকে আগে থেকেই সব নিবন্ধিত দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করতে হবে। এতে নতুন নিবন্ধিত দলগুলোকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গেও আলোচনা হয়। জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা শুরু থেকেই প্রবাসী ভোটের দাবি জানিয়ে আসছি। কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীসহ নিজ আসনের বাইরে থাকা ভোটারদের ভোট গ্রহণ করা হবে। এ জন্য একটি মোবাইল অ্যাপস চালু করার পরিকল্পনাও রয়েছে।”

তিনি আরও জানান, প্রবাসী ও বাইরে থাকা ভোটাররা আগে থেকেই ব্যালট পেপার পাবেন এবং ডাকযোগে তা ফেরত পাঠালে মূল ভোটের গণনায় অন্তর্ভুক্ত করা হবে।