ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় এবং অস্ত্রসমর্পণ না করে, তাহলে গাজা উপত্যকা ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখে পড়বে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাৎজ বলেন, “হামাসের সদস্যরা এবং যারা বিদেশে বিলাসবহুল হোটেলে বসবাস করছে— তারা অবিলম্বে আমাদের জিম্মিদের মুক্তি দিক এবং অস্ত্র সমর্পণ করুক। নইলে গাজা সম্পূর্ণ ধ্বংস হবে এবং তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।”
এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়ে বলেছিলেন, ইসরায়েল তার সব শর্ত মেনে নিয়েছে, এখন হামাসের সমঝোতায় আসতে হবে। না হলে এর ফল হবে ভয়াবহ।
হামাস পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রস্তাব আলোচনায় নিতে প্রস্তুত। তবে শর্ত হিসেবে গাজায় যুদ্ধ বন্ধ, সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি নিরপেক্ষ প্রশাসন গঠনের দাবি জানায় গোষ্ঠীটি।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি হামাসের কাছে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছেন। যদিও প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করেনি হোয়াইট হাউস।
প্রতিরক্ষামন্ত্রী কাৎজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “গাজা দখলের পূর্ণাঙ্গ অভিযান এখনো শুরু হয়নি। তবে শিগগিরই শুরু হবে, আর হামাস যত দেরি করবে— ধ্বংসযজ্ঞের মাত্রা তত বাড়বে।”