বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফিলিস্তিন রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এসময় ফিলিস্তিন ইস্যুতে পারস্পরিক সম্পর্ক, চলমান গাজা পরিস্থিতি ও বিশ্ব শান্তি নিয়ে আলোচনা হয়।
জামায়াত আমির বলেন, ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইসরায়েলের দখল ও আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী উল্লেখ করে তিনি জাতিসংঘ ও ওআইসি’র প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসা ও সহযোগিতা অমূল্য। তিনি আশা প্রকাশ করেন, এ সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।