10:55 am, Monday, 8 September 2025

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান। তিনি ‘জুলাই আন্দোলন’-এর সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে এটি পাঠান। নোটিশে নির্বাচন কমিশনসহ সরকারের একাধিক সংস্থাকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, তিন দিনের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।”

নোটিশে বলা হয়, “জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করে চলেছে। দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং তাদের অতীত কার্যক্রম গণতন্ত্রবিরোধী। তারা নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে এবং জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।”

এতে আরও উল্লেখ করা হয়, “গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। অথচ জাতীয় পার্টির মতো দল বারবার এই দায়িত্ব পালনের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।”

এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বংশাল থেকে একই দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন হোসাইন মোহাম্মদ আনোয়ার। আবেদনে তিনি উল্লেখ করেন, “গত ১৭ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ছাত্র-জনতার অভ্যুত্থানে। এরপর বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও জাতীয় পার্টি তাদের দোসর হয়ে সব কার্যক্রমে সহায়তা করে গেছে।”

নোটিশে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে জনস্বার্থবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং প্রহসনমূলক নির্বাচন ব্যবস্থার সহায়ক হিসেবে চিহ্নিত করে তাৎক্ষণিক নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

Update Time : 10:42:03 am, Monday, 8 September 2025

সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান। তিনি ‘জুলাই আন্দোলন’-এর সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে এটি পাঠান। নোটিশে নির্বাচন কমিশনসহ সরকারের একাধিক সংস্থাকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, তিন দিনের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।”

নোটিশে বলা হয়, “জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করে চলেছে। দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং তাদের অতীত কার্যক্রম গণতন্ত্রবিরোধী। তারা নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে এবং জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।”

এতে আরও উল্লেখ করা হয়, “গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। অথচ জাতীয় পার্টির মতো দল বারবার এই দায়িত্ব পালনের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।”

এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বংশাল থেকে একই দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন হোসাইন মোহাম্মদ আনোয়ার। আবেদনে তিনি উল্লেখ করেন, “গত ১৭ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ছাত্র-জনতার অভ্যুত্থানে। এরপর বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও জাতীয় পার্টি তাদের দোসর হয়ে সব কার্যক্রমে সহায়তা করে গেছে।”

নোটিশে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে জনস্বার্থবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং প্রহসনমূলক নির্বাচন ব্যবস্থার সহায়ক হিসেবে চিহ্নিত করে তাৎক্ষণিক নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।