ভারতের জনপ্রিয় হিন্দি টেলিভিশন সিরিয়ালের অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুনে পুলিশ। এ ঘটনায় দিল্লির তিস হাজারি আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) পুলিশি জিজ্ঞাসাবাদের পর লিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পায়েল সিঙ্ঘলের আদালতে তোলা হলে আদালত এই নির্দেশ দেন। এর আগে, ২ সেপ্টেম্বর পুনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-এর প্রতিবেদনে বলা হয়, এক নারীর অভিযোগের ভিত্তিতে আশিস কাপুরের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে শারীরিক নির্যাতনের কথাও উল্লেখ করা হয়।
অভিযোগকারী নারী জানান, আশিস তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়, যা তারই এলাকার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। পার্টিতে তাকে পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে অজ্ঞান করা হয়। এরপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় শৌচাগারে, যেখানে সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হন তিনি।
প্রথমে ওই নারী একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনলেও পরে তদন্তে শুধুমাত্র আশিস কাপুরের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ সামনে আসে। দিল্লি পুলিশ ইতোমধ্যে আশিসের মোবাইল ফোন জব্দ করেছে এবং তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। একইসঙ্গে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে এবং পুনেতে গিয়ে তদন্ত চালানোর অনুমতি চেয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ নিশ্চিত করেছে, আরও তথ্য সংগ্রহ করে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।