ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে রাশিয়া। দেশটির গবেষকরা ‘এন্টারোমিক্স’ নামে একটি নতুন টিকা তৈরি করেছেন, যা প্রাথমিক ট্রায়ালে শতভাগ সাফল্য দেখিয়েছে।
এই টিকাটি এমআরএনএ (mRNA) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম করে তোলে।
রুশ সংবাদমাধ্যম তাস ও আরটি জানিয়েছে, এটি ক্যানসারের প্রথম টিকা যা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। একই প্রযুক্তিতে এর আগে করোনা প্রতিরোধে টিকা তৈরি করেছিল গবেষণা প্রতিষ্ঠানটি।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজি-এর যৌথ গবেষণায় তৈরি হয় এ টিকাটি। গবেষকদের দাবি, ‘এন্টারোমিক্স’ টিকাটি ক্যানসারের প্রাথমিক ও মধ্যম পর্যায়ে অত্যন্ত কার্যকর। এটি কেবল ক্যানসার কোষ ধ্বংস করে না, বরং বড় আকৃতির টিউমারকেও ছোট করে ফেলে।
আরও আশার কথা হলো- এই টিকা শরীরে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করেনি। ফলে এর নিরাপত্তা নিয়েও গবেষকরা আশাবাদী।
রাশিয়ার গবেষকেরা বলছেন, চূড়ান্ত অনুমোদন পেলেই চলতি মাসের মধ্যেই বাজারে আসতে পারে এই টিকা। এটি শুধু ক্যানসার চিকিৎসায় নয়, গোটা চিকিৎসাবিজ্ঞানের জন্যও এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।