1:06 pm, Monday, 15 September 2025

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভোট গণনার সময় প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বসানো হবে এলইডি স্ক্রিন। এই স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনার কার্যক্রম, যা এবারই প্রথমবারের মতো ডাকসু নির্বাচনের ইতিহাসে যুক্ত হচ্ছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে গণনার দৃশ্য।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি—মোট ৪১টি পদে ভোট দেবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন।

নির্বাচনে ২৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা সহ-সভাপতি (ভিপি) পদে—এখানে লড়ছেন ৪৫ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২৫ জন।

এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের সংখ্যা হলো—

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন

কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন

আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন

ক্রীড়া সম্পাদক: ১৩ জন

ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন

সমাজসেবা সম্পাদক: ১৭ জন

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন

মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন

এ ছাড়া ১৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে গণনা

Update Time : 09:52:38 am, Monday, 8 September 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভোট গণনার সময় প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বসানো হবে এলইডি স্ক্রিন। এই স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনার কার্যক্রম, যা এবারই প্রথমবারের মতো ডাকসু নির্বাচনের ইতিহাসে যুক্ত হচ্ছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে গণনার দৃশ্য।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি—মোট ৪১টি পদে ভোট দেবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন।

নির্বাচনে ২৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা সহ-সভাপতি (ভিপি) পদে—এখানে লড়ছেন ৪৫ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২৫ জন।

এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের সংখ্যা হলো—

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন

কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন

আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন

ক্রীড়া সম্পাদক: ১৩ জন

ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন

সমাজসেবা সম্পাদক: ১৭ জন

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন

মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন

এ ছাড়া ১৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।