বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ফের আলোচনায়। প্রতারণার মামলায় তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগে মুম্বাই পুলিশ লুকআউট নোটিশ জারি করেছে। এর মধ্যেই ছড়িয়ে পড়ে, স্বামী বাড়িতে না থাকলেই প্রেমিকের সঙ্গে থাকেন শিল্পা! তবে বিষয়টি পুরোপুরি গুজব নয়, আবার সত্যও নয়।
আসলে এটি ছিল শিল্পার একটি মজার মন্তব্য। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহার’, যেখানে তিনি একজন সর্দারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমা প্রচারে গিয়ে পরিচালক ফারহা খান যখন রাজ সম্পর্কে জানতে চান, তখন শিল্পা বলেন, “আমি এখন আমার প্রেমিকের সঙ্গে থাকছি।”
এই মন্তব্যে চমকে উঠলেও পরে শিল্পা নিজেই পরিষ্কার করে বলেন, ওই ‘প্রেমিক’ আর কেউ নয়—রাজ কুন্দ্রা নিজেই। তিনি ছবির চরিত্রে এতটাই মগ্ন যে এখন শিল্পার কাছে প্রেমিক হিসেবেই ধরা দিচ্ছেন।
অন্যদিকে রাজ কুন্দ্রার অভিনয়জীবনেও এসেছে নতুন মোড়। ‘মেহার’ ছবির প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যার্তদের জন্য দান করার ঘোষণা দিয়েছেন তিনি। চলতি বছর আরও তিনটি পাঞ্জাবি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে রাজের। পাশাপাশি, তিনি অংশ নিচ্ছেন সালমান খানের সঞ্চালনায় বিগ বস ১৯-এও।
তবে কাজের ব্যস্ততা ও সিনেমার সাফল্যের মধ্যেও প্রতারণা মামলার অভিযোগ তাদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। এবার এই তারকা দম্পতি কীভাবে সামলান এই বিতর্ক—তা দেখার অপেক্ষায় ভক্তরা।