1:31 pm, Sunday, 7 September 2025

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবন ও গাড়ি ভাঙচুর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবন ও গাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় কাদের সিদ্দিকী বাসায় অবস্থান করছিলেন। মুখোশধারী ও হেলমেট পরা অবস্থায় ১৫-২০ জন দুর্বৃত্ত হঠাৎ করে বাড়ির সামনে এসে মই বেয়ে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা কাদের সিদ্দিকীর ব্যক্তিগত দুটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে বাসার জানালায় ইট-পাটকেল ছুড়ে মারলে কাচ ভেঙে যায়।

বাড়ির কেয়ারটেকার রাজু মিয়া বলেন, “স্যার তখন দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই ইটপাটকেল ছোড়ার শব্দে আমরা জেগে উঠি। লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বাসার কর্মচারীরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবন ও গাড়ি ভাঙচুর

Update Time : 11:53:57 am, Sunday, 7 September 2025

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় কাদের সিদ্দিকী বাসায় অবস্থান করছিলেন। মুখোশধারী ও হেলমেট পরা অবস্থায় ১৫-২০ জন দুর্বৃত্ত হঠাৎ করে বাড়ির সামনে এসে মই বেয়ে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা কাদের সিদ্দিকীর ব্যক্তিগত দুটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে বাসার জানালায় ইট-পাটকেল ছুড়ে মারলে কাচ ভেঙে যায়।

বাড়ির কেয়ারটেকার রাজু মিয়া বলেন, “স্যার তখন দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই ইটপাটকেল ছোড়ার শব্দে আমরা জেগে উঠি। লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বাসার কর্মচারীরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।