5:35 pm, Sunday, 7 September 2025

বদরুদ্দীন উমর আর নেই

বদরুদ্দীন উমর আর নেই। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লেখক, গবেষক, রাজনৈতিক চিন্তাবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন মোহাম্মদ উমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে থেকেই তিনি শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, ভারতের বর্ধমানে। তার পিতা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের বিশিষ্ট মুসলিম রাজনীতিক ও চিন্তাবিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে, তিনি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে শিক্ষকতা, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে প্রগতিশীল রাজনীতির একজন অন্যতম ধারক ও বাহক হিসেবে পরিচিতি পান তিনি।

তিনি ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি, গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।

২০০৩ সালে গড়ে তোলেন জাতীয় মুক্তি কাউন্সিল, যার সভাপতির দায়িত্ব পালন করছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

২০২৫ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করলেও তিনি সেই পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান, যা তার আদর্শিক অবস্থান ও নৈতিক দৃঢ়তারই প্রতিফলন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বদরুদ্দীন উমর আর নেই

Update Time : 11:29:49 am, Sunday, 7 September 2025

লেখক, গবেষক, রাজনৈতিক চিন্তাবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন মোহাম্মদ উমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে থেকেই তিনি শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, ভারতের বর্ধমানে। তার পিতা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের বিশিষ্ট মুসলিম রাজনীতিক ও চিন্তাবিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে, তিনি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে শিক্ষকতা, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে প্রগতিশীল রাজনীতির একজন অন্যতম ধারক ও বাহক হিসেবে পরিচিতি পান তিনি।

তিনি ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি, গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।

২০০৩ সালে গড়ে তোলেন জাতীয় মুক্তি কাউন্সিল, যার সভাপতির দায়িত্ব পালন করছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

২০২৫ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করলেও তিনি সেই পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান, যা তার আদর্শিক অবস্থান ও নৈতিক দৃঢ়তারই প্রতিফলন।