ভোলার সদর উপজেলায় নিজ বাড়িতে ঢুকে এক মসজিদের খতিব ও মাদরাসার শিক্ষককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মাওলানা আমিনুল হক নোমানী (৪৫)। তিনি ভোলা সদর জামে মসজিদের খতিব এবং দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে, সদর উপজেলার বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের রাইস মিল সংলগ্ন মাওলানা এনামুল হকের বাড়িতে। নিহত আমিনুল হক ওই বাড়িরই বাসিন্দা এবং এনামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তাঁর স্ত্রী ও সন্তান বাবার বাড়িতে ছিলেন। ফলে ওই দু’দিন তিনি একাই বাড়িতে ছিলেন। এশার নামাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ইয়াসির হাসনাত জানান, “রোগীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।”
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।