2:57 pm, Sunday, 7 September 2025

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় অন্তত ৬০ জন নিহত

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় অন্তত ৬০ জন নিহত। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ গ্রামবাসীর পাশাপাশি নাইজেরীয় সেনাবাহিনীর ৫ সদস্য রয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এই বর্বরোচিত হামলা চালানো হয় নাইজেরিয়ার বরনো অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামে। সম্প্রতি বাস্তুচ্যুত এই মানুষগুলো আবার নতুন করে ঘরবাড়ি গড়ে তুলছিলেন। কিন্তু নতুন করে ফিরে পেয়েছিল যে জীবনের আশ্বাস—তা মুহূর্তেই ধ্বংস করে দিল সন্ত্রাসীরা।

বিবিসি জানিয়েছে, বোকো হারামের সদস্যরা প্রথমে গ্রামে হামলা চালায়, এরপর হামলা করে সামরিক ঘাঁটিতে। হামলায় কমপক্ষে ২০টি ঘরবাড়ি ও ১০টি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া শহর পুনর্গঠনের কাজে নিযুক্ত ১৩ জন চালক ও শ্রমিকও নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

খবর পেয়ে নাইজেরীয় বিমানবাহিনী বিমান হামলা চালিয়ে প্রায় ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানানো হয়েছে।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বরনো অঙ্গরাজ্যের গভর্নর বাবাগানা জুলুম। তিনি বলেন, “এই হামলা অত্যন্ত বেদনাদায়ক। মাত্র কয়েক মাস আগে মানুষগুলো ঘরে ফিরেছিল, আবার তারা শোকের মধ্যে ডুবে গেল। সেনাবাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে পর্যাপ্ত নয়।”

নিরাপত্তা জোরদারে তিনি ‘ফরেস্ট গার্ডস’ নামের নতুন একটি বাহিনী গঠনের ঘোষণা দেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় অন্তত ৬০ জন নিহত

Update Time : 11:19:37 am, Sunday, 7 September 2025

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ গ্রামবাসীর পাশাপাশি নাইজেরীয় সেনাবাহিনীর ৫ সদস্য রয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এই বর্বরোচিত হামলা চালানো হয় নাইজেরিয়ার বরনো অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামে। সম্প্রতি বাস্তুচ্যুত এই মানুষগুলো আবার নতুন করে ঘরবাড়ি গড়ে তুলছিলেন। কিন্তু নতুন করে ফিরে পেয়েছিল যে জীবনের আশ্বাস—তা মুহূর্তেই ধ্বংস করে দিল সন্ত্রাসীরা।

বিবিসি জানিয়েছে, বোকো হারামের সদস্যরা প্রথমে গ্রামে হামলা চালায়, এরপর হামলা করে সামরিক ঘাঁটিতে। হামলায় কমপক্ষে ২০টি ঘরবাড়ি ও ১০টি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া শহর পুনর্গঠনের কাজে নিযুক্ত ১৩ জন চালক ও শ্রমিকও নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

খবর পেয়ে নাইজেরীয় বিমানবাহিনী বিমান হামলা চালিয়ে প্রায় ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানানো হয়েছে।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বরনো অঙ্গরাজ্যের গভর্নর বাবাগানা জুলুম। তিনি বলেন, “এই হামলা অত্যন্ত বেদনাদায়ক। মাত্র কয়েক মাস আগে মানুষগুলো ঘরে ফিরেছিল, আবার তারা শোকের মধ্যে ডুবে গেল। সেনাবাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে পর্যাপ্ত নয়।”

নিরাপত্তা জোরদারে তিনি ‘ফরেস্ট গার্ডস’ নামের নতুন একটি বাহিনী গঠনের ঘোষণা দেন।