চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও পাঁচজনের বেশি একসঙ্গে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
একইসঙ্গে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে বিকেলে আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবককে আটক করে পুলিশ। অভিযোগ, তিনি জশনে জুলুসে অংশ নেওয়ার সময় হাটহাজারী মাদরাসার সামনে অশালীন ভঙ্গিতে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরিয়ান নিজেকে ছাত্রদলের নেতা দাবি করলেও, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি জানিয়েছেন তিনি সংগঠনের কেউ নন এবং নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, উত্তেজিত জনতাকে শান্ত রাখতে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।