11:19 pm, Saturday, 6 September 2025

ডাকসুতে মেয়েরাই নির্ধারণ করবে জয়-পরাজয়: উমামা ফাতেমা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, এবারের নির্বাচনে জয়-পরাজয়ের মূল ফ্যাক্টর হবে ছাত্রীদের ভোট।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রী ভোট এবার সবচেয়ে বড় প্রভাব ফেলবে। কারণ মেয়েরা সাধারণত অন্যের প্রভাবমুক্ত থেকে নিজেদের যুক্তিসংগত সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ৪৭ শতাংশ ছাত্রী ভোটার। তাই তারা যদি স্বাধীনভাবে অংশ নেন, তাহলে নির্বাচনের গতিপথ নির্ভর করবে মূলত তাদের সিদ্ধান্তের ওপর।

তবে মেয়েদের ভোটকেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন উমামা ফাতেমা। তার মতে, অনেকেই পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, কেউ কেউ ছুটিতে বাড়ি গেছেন, আবার পরিবার থেকেও অনেককে ডেকে নেওয়া হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের অবস্থান দূরে হওয়ায় অংশগ্রহণে অনীহা দেখা দিতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মেয়েরা যদি গণহারে ভোট দিতে আসেন, তাহলে ভোটার উপস্থিতি ৩৫ হাজার ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ডাকসুতে মেয়েরাই নির্ধারণ করবে জয়-পরাজয়: উমামা ফাতেমা

Update Time : 10:27:02 pm, Saturday, 6 September 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, এবারের নির্বাচনে জয়-পরাজয়ের মূল ফ্যাক্টর হবে ছাত্রীদের ভোট।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রী ভোট এবার সবচেয়ে বড় প্রভাব ফেলবে। কারণ মেয়েরা সাধারণত অন্যের প্রভাবমুক্ত থেকে নিজেদের যুক্তিসংগত সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ৪৭ শতাংশ ছাত্রী ভোটার। তাই তারা যদি স্বাধীনভাবে অংশ নেন, তাহলে নির্বাচনের গতিপথ নির্ভর করবে মূলত তাদের সিদ্ধান্তের ওপর।

তবে মেয়েদের ভোটকেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন উমামা ফাতেমা। তার মতে, অনেকেই পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, কেউ কেউ ছুটিতে বাড়ি গেছেন, আবার পরিবার থেকেও অনেককে ডেকে নেওয়া হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের অবস্থান দূরে হওয়ায় অংশগ্রহণে অনীহা দেখা দিতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মেয়েরা যদি গণহারে ভোট দিতে আসেন, তাহলে ভোটার উপস্থিতি ৩৫ হাজার ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন।