ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না। খবর মেহের নিউজ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইরানে অবস্থানরত ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিমের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মোহসেনি এজেই বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহ প্রমাণ করে যে শত্রুরা শক্তিশালী ও প্রগতিশীল ইসলাম মেনে নিতে পারে না এবং মুসলিম জাতির শক্তি সহ্য করতে পারে না।
তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শান্তি— কোনোটিই মেনে নেবে না।
এজেই আরও বলেন, ইরান শত্রুর প্রতিটি পদক্ষেপ ও ষড়যন্ত্র সম্পর্কে সজাগ রয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত।
অন্যদিকে, সাইয়্যেদ আম্মার আল-হাকিম বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক শুধু দুই দেশের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়; এটি আরও গভীর ও ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।