রাশিয়ার মহাকাশ অভিযানে সক্ষমতা ধরে রাখতে রকেট ইঞ্জিন উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহাকাশ শিল্পে রাশিয়ার নেতৃত্ব বজায় রাখতে এই খাতের প্রযুক্তিবিদ ও নেতাদের উদ্ভাবনী চেষ্টার ওপর জোর দেন তিনি।
চীন সফর এবং ভ্লাদিভস্তক ঘুরে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ রাশিয়ার সামারা শহরের একটি উড়োজাহাজ ইঞ্জিন কারখানা পরিদর্শনে যান পুতিন। সেখানকার কুজনেতসোভ ডিজাইন ব্যুরোতে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন তিনি।
পুতিন বলেন, “রাশিয়া এখনো মহাকাশখাতে একটি শীর্ষস্থানীয় দেশ। আমাদের রকেট ইঞ্জিন উৎপাদন সক্ষমতাকে সময়োপযোগী ও প্রতিযোগিতামূলক করতে হবে—দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারেও সফল হতে হবে।”
তিনি আরও জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও জ্বালানি ও প্রযুক্তি খাতে ইঞ্জিন নির্মাণে রাশিয়া সফলভাবে উদ্ভাবন করেছে। বিশেষ করে গ্যাস পরিবহন অবকাঠামোতে নতুন ইঞ্জিনগুলো ব্যবহার করা হচ্ছে।
পিডি-২৬ উড়োজাহাজ ইঞ্জিন প্রসঙ্গে পুতিন বলেন, এটি আধুনিকীকরণ করা হলে সামরিক পরিবহন ও বাণিজ্যিক বিমান খাতের জন্য বড় সুযোগ তৈরি হবে।