4:08 pm, Saturday, 6 September 2025

‘চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝোলানো হবে’

‘চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝোলানো হবে’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদাবাজ, চোর ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, এসব অপরাধীদের মা-বাবার নাম ও ঠিকানাসহ তালিকা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রকাশ করা হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে এনসিপি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন,

“পঞ্চগড় জেলা ছাত্রদল এখন স্কুলগুলোতে কমিটি দিচ্ছে। যে সাহস আওয়ামী লীগ ও ছাত্রলীগ পারেনি, সেই কাজ করছে ছাত্রদল। এই বাংলাদেশে স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তির জায়গা থাকবে না।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু অযোগ্য ব্যক্তি আহ্বায়ক কমিটির নামে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন, যেটি কখনোই মেনে নেওয়া হবে না।

সভায় এনসিপির নেতারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগ সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে তারা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে মাঠে কাজ করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝোলানো হবে’

Update Time : 12:30:51 pm, Saturday, 6 September 2025

চাঁদাবাজ, চোর ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, এসব অপরাধীদের মা-বাবার নাম ও ঠিকানাসহ তালিকা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রকাশ করা হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে এনসিপি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন,

“পঞ্চগড় জেলা ছাত্রদল এখন স্কুলগুলোতে কমিটি দিচ্ছে। যে সাহস আওয়ামী লীগ ও ছাত্রলীগ পারেনি, সেই কাজ করছে ছাত্রদল। এই বাংলাদেশে স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তির জায়গা থাকবে না।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু অযোগ্য ব্যক্তি আহ্বায়ক কমিটির নামে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন, যেটি কখনোই মেনে নেওয়া হবে না।

সভায় এনসিপির নেতারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগ সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে তারা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে মাঠে কাজ করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।