4:08 pm, Saturday, 6 September 2025

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে প্রাণ গেল ২ জনের

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে প্রাণ গেল ২ জনের। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকার রহমতখালী খালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস লক্ষ্মীপুরগামী পথে ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সোজা খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত দুইজন নিহত হন বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এক ঘণ্টা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে ডুবুরি না পৌঁছানোর অভিযোগ করেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের সদস্যরাও নিশ্চিত করতে পারেননি, পানির নিচে কেউ আটকে আছেন কিনা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি বলেন, “আমরা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার করি। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।” আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, “দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে প্রাণ গেল ২ জনের

Update Time : 12:06:22 pm, Saturday, 6 September 2025

লক্ষ্মীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকার রহমতখালী খালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস লক্ষ্মীপুরগামী পথে ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সোজা খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত দুইজন নিহত হন বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এক ঘণ্টা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে ডুবুরি না পৌঁছানোর অভিযোগ করেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের সদস্যরাও নিশ্চিত করতে পারেননি, পানির নিচে কেউ আটকে আছেন কিনা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি বলেন, “আমরা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার করি। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।” আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, “দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।”