বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু দাবি করেছেন, দেশে যত বড় উন্নয়ন হয়েছে, তার সবই বিএনপির সময়েই হয়েছে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুম, খুন, মিথ্যা মামলা কিংবা নারী নির্যাতনের মতো ঘটনা আর ঘটবে না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্তের সূচনা করতে হবে। গুম-খুন, ধর্ষণ, মিথ্যা মামলা— এসব নির্মূল করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “এই দেশে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক সংসদ চাই। এমপিরা যেন জনগণের কথা বলে, দেশের স্বার্থে কাজ করে। বর্তমানে দেশে এমন ষড়যন্ত্র চলছে, যাতে নির্বাচন না হয় এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। তাই সবাইকে সচেতন থাকতে হবে।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “আজ যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, অনেকেই শহীদ জিয়াউর রহমানকে দেখেননি, খালেদা জিয়াকে চেনেন না। তাদের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। কারণ গত ১৭ বছরে সেই ইতিহাস বিকৃত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্র ও স্বাধীনতার নবজাগরণের দিন।”
বিএনপির ‘৩১ দফা রূপরেখা’র কথা তুলে ধরে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন। তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসি, তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান— সব মৌলিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরসহ আরও অনেকে।