তেলে ভাজা মুচমুচে সমুচা অনেকের কাছেই প্রিয় খাবার। তবে একটি সমুচা নিয়ে দম্পতির মধ্যে এমন সহিংসতা দেখা যাবে— তা যেন বিশ্বাস করাই কঠিন! এমনই অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভিত জেলায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, স্ত্রীর অনুরোধে বাজারে গিয়েও সমুচা আনতে ভুলে যান শিবম নামের এক ব্যক্তি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্ত্রী সঙ্গীতা। শুরু হয় তুমুল ঝগড়া, যা গড়ায় শারীরিক হিংসায়। অভিযোগ রয়েছে, সঙ্গীতা তার ভাইদের ডেকে এনে স্বামী শিবম ও তার বাবাকে প্রকাশ্যে মারধর করেন।
জানা গেছে, শিবম ও সঙ্গীতার বিয়ে হয়েছিল চলতি বছরের মে মাসে। কয়েকদিন আগে সঙ্গীতা তার স্বামীকে সমুচা আনতে বলেন। শিবম তা ভুলে যান বটে, তবে স্ত্রীকে আশ্বস্ত করেন যে পরদিন অবশ্যই এনে দেবেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার পর স্থানীয়ভাবে একটি পঞ্চায়েত (গ্রামীণ সালিশ সভা) বসানো হয়। তবে সেখানেও শিবম ও সঙ্গীতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়, এবং সঙ্গীতার ভাইয়েরা ফের শিবমকে মারধর করেন বলে অভিযোগ। আহত শিবম ও তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর শিবমের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সঙ্গীতা ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।