9:00 pm, Friday, 5 September 2025

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে যাত্রা শুরুর আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে, যিনি আজাদ সিদ্দিকী নামেও পরিচিত। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক এয়ারলাইন্সের ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে আসেন তারা। তবে ইমিগ্রেশনে চেকিংয়ের সময় তার বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার তথ্য উঠে আসে। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফিরিয়ে দেন।

বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

আজাদ সিদ্দিকী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আকুরা ঠাকুরপাড়া ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য, গত সপ্তাহেই ঢাকায় একটি গোলটেবিল বৈঠক থেকে এসএম সিদ্দিকীর বড় ভাই ও সাবেক এমপি লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে’

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

Update Time : 06:52:19 pm, Friday, 5 September 2025

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে যাত্রা শুরুর আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে, যিনি আজাদ সিদ্দিকী নামেও পরিচিত। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক এয়ারলাইন্সের ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে আসেন তারা। তবে ইমিগ্রেশনে চেকিংয়ের সময় তার বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার তথ্য উঠে আসে। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফিরিয়ে দেন।

বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

আজাদ সিদ্দিকী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আকুরা ঠাকুরপাড়া ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য, গত সপ্তাহেই ঢাকায় একটি গোলটেবিল বৈঠক থেকে এসএম সিদ্দিকীর বড় ভাই ও সাবেক এমপি লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।