ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে সম্প্রতি ঘটে গেছে এক বিস্ময়কর ও বিতর্কিত ঘটনা। বিমানে ওঠার ঠিক আগমুহূর্তে, রানওয়ের ধারে বসে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা যায় এক বৃদ্ধ যাত্রীকে। পুরো ঘটনাটি ধারণ করেন বিমানের ককপিটে অবস্থান করা এক পাইলট, যার তোলা মাত্র ৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, সাদা ধুতি ও পাঞ্জাবি পরিহিত একজন বৃদ্ধ যাত্রী রানওয়ের পাশেই বসে প্রস্রাব করছেন, যখন অন্য যাত্রীরা নির্ধারিত নিয়ম মেনে বিমানে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। দৃশ্যটি দেখে ককপিটে থাকা পাইলট হাসতে হাসতে ভিডিও ধারণ করেন, যা পরে ছড়িয়ে পড়ে ‘আদর্শ আনন্দ’ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে। ইতোমধ্যেই লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
ঘটনাটি ঘিরে নেটদুনিয়ায় দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে মজার ঘটনা হিসেবে দেখলেও, অনেকেই এটিকে শিষ্টাচারবিরুদ্ধ এবং অগ্রহণযোগ্য বলছেন।
একজন মন্তব্য করেছেন, “বিমানে সাধারণ মানুষের যাতায়াত বাড়ছে, যা ভালো দিক। কিন্তু সেই সঙ্গে শালীনতা ও নিয়মের প্রতিও সচেতন হওয়া উচিত।”
আরেকজন বিদ্রূপ করে লিখেছেন, “এই হল আমাদের দেশের নতুন ‘টয়লেট সংস্কৃতি’।”
তবে ভিডিও ধারণকারী পাইলটের ভূমিকা নিয়েও সমালোচনা এসেছে। এক ব্যক্তি মন্তব্য করেছেন, “একজন বৃদ্ধ মানুষ ভুল করতেই পারেন। কিন্তু তার সেই মুহূর্ত ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া মোটেও মানবিক কাজ নয়।”
এই ঘটনার পর এখন পর্যন্ত দ্বারভাঙা বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট কোনো এয়ারলাইন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনকি ভিডিওটি কোন বিমানের ককপিট থেকে ধারণ করা হয়েছে, বা ঐ ব্যক্তি সত্যিই বিমানের যাত্রী ছিলেন কি না — তাও এখনও নিশ্চিত নয়।